ফরিদপুরে করোনায় আক্রান্ত হার বেড়ে যাওয়ায় রোগীদের চিকিৎসায় বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান রেজওয়ান মোল্লা হাসপাতালে করোনা ইউনিট খোলা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় অবস্থিত হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার।
উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুম রেজা, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, হাসপাতাল চেয়ারম্যান রেজওয়ান মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. সৌদ।
হাসপাতালটিতে আইসিইউসহ ২০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে পাঁচজন করোনা রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফরিদপুর জেলায় করোনায় আক্রান্তদের হার বেড়েই চলছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালটি করোনা ডেডিকেটেট হাসপাতাল করা হলেও সেখানে
রোগীদের চাপ বেশি থাকায় জেলা প্রশাসনের অনুরোধে তারা হাসপাতালে করোনা ইউনিট খোলার উদ্যোগ নেন।
আপনার মতামত লিখুন :