বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালত : জরিমানা আদায়


মোঃ রেজাউল করিম রেজা, বোয়ালমারী (ফরিদপুর) প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন / ২০৮
বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালত : জরিমানা আদায়

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই হোটেল ব্যবসায়ি ও ৬ পথচারীকে ১১হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।

জানা যায়, ভোক্তা অধিকার আইনে পৌর বাজারের চৌরাস্তায় অবস্থিত রহমান হোটেলের মালিক আব্দুল্লাহকে ৫ হাজার, ইসলামিয়া হোটেলের মালিক আজাদুলকে ৫ হাজার টাকা ও মাক্স না পড়ায় রোগ প্রতিরোধ আইনের ২০১৯ এর ২৪,২ ধারায়, হেলাল ( ১৮) ১শ, সোহান ( ১৮) ১শ, রোমান (২০) ১শ, ওমর আলি (২২) ১শ, জেসান (১৮) ১শ, মাসুদ মিয়াকে (২২) ৫শ, টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, ভোক্তা অধিকার আইনে দুই হোটেল মালিককে ও মাক্স না পড়ায় ৬পথচারিকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।