ব্লাড ক্যান্সারে আক্রান্ত কামিল বাঁচতে চায়


বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৪, ৮:০৩ পূর্বাহ্ন /
ব্লাড ক্যান্সারে আক্রান্ত কামিল বাঁচতে চায়

ব্লাড ক্যান্সারে আক্রান্ত কামিল (৩০) এর চিকিৎসার জন্য প্রয়োজন ২০ থেকে ২২ লক্ষ টাকা। প্রায় ২ বছর থেকেই কামিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আর্থিক অস্বচ্ছলতার কারনে এতো ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। কামিলকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর বড় ভাই জামিল ও সহকর্মীরা।

কামিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত আসদ আলীর ছেলে। বাবা হারা কামিলের পরিবারে দুই ভাই, দুই বোন ও মা আছেন। অসুস্থ হওয়ার পূর্বে কামিল গাড়ি চালিয়ে সংসারের জীবিকা নিবারণ করতো। পরে জীবিকার তাগিদে প্রবাসে (কাতার) পাড়ি জমান। সেখানে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে দেশে এনে সিলেট এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ডাক্তার সাময়িক ঔষধ দেয়। ডাক্তার বলেছে. তার বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। এতে ২০ থেকে ২২ লক্ষ টাকা খরচ হবে। এতো ব্যয়বহুল চিকিৎসা কামিলের পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

কামিলের বড় ভাই জামিল আহমদ বলেন- আমার ছোট ভাই কামিল প্রায় ২ বছর থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। কামিলের চিকিৎসায় ২০-২২ লক্ষ টাকা প্রয়োজন। আমার স্বল্প আয়ে এতো ব্যয়বহুল চিকিৎসা অসাধ্য হয়ে পড়েছে। নিরুপায় হয়ে আমার ভাইকে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করছি।

বড়ভাই জামিল আহমদ। বিকাশ পারসোনাল: ০১৭ ৫৬ ৮১ ৮৮ ৯৭

JAMOL AHMED A/C No: 20507770211609595

Islami Bank Bangladesh PLC BAROLEKHA Branch, MOULVIBAZAR