ভিপি নুরুল হক নুর
সাব্বির হোসেন
ভিপি নুরুল হক নুর কোন সাধারণ যুবক নয়,
ভিপি নুরুল হক নুর এক সাহসী যুবকের নাম।
যে নাম শুনলে সৈরাচারের ঘুম হয় হারাম।
ভিপি নুরুল হক নুর,
তোমার কন্ঠে বইছে সাহসী এক সুর।
ভিপি নুরুল হক নুর,
তুমি শিখিয়েছো অন্যায়ের প্রতিবাদ করা,
তুমি দেখিয়েছো অন্যায়ের প্রতিবাদ করে কিভাবে বাচতে হয়।
তোমার কন্ঠে বইছে লাখো যুবকের সুর,
ভিপি নুরুল হক নুর।
তুমি মিশে আছো ১৮ কোটি মানুষের হৃদয়ে,
তোমার প্রতি আছে কোটি মানুষের ভালোবাসা।
ভিপি নুরুল হক নুর তুমি আছো বাংলার আকাশ বাতাস প্রতিটি স্থানে,
তোমাকে ভালোবেসে হাজারো যুবক নেমেছে আন্দোলনে রাজপথে।
তুমি নুরুল হক নুর, তুমি প্রতিবাদের সুর।
তুমি জনতার নুর, তুমি গনতন্ত্রের সুর।
তুমি অন্যায়ের কাছে করোনি মাথা নত।
তুমি করেছো অন্যায়ের প্রতিবাদ,
হয়েছো হামলার শিকার।
তুমিই পারবে এদেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে,
তোমার প্রতি রইলো হাজারো সালাম।
তুমি নুরুল হক নুর, তুমি প্রতিবাদের সুর।
আপনার মতামত লিখুন :