মনোভাব


সুজিৎত মন্ডল প্রকাশের সময় : জুন ১১, ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন / ৪৬৪
মনোভাব

সুদ আর ঘুষের টাকায় হালাল খাবার করি খোঁজ

পরের বাড়ি দখল করে স্বর্গের স্বপ্ন দেখি রোজ।

সৎকর্মের ধার ধারি না অন্যকে দেই উপদেশ

কাজে না হোক কথার বেলা আমি বাবু হলাম বেশ।

বোকাসোকা ভাবটা আমার আগে পিছে কারো নাই

সরল ভেবে পরের মাথায় কাঁঠাল ভেঙ্গে আমি খাই।

সাদা সিদে ভাবটা আমার নেই কো বাবু কোন গুন

জন্ম থেকেই শিখছি শুধু কাটা ঘাঁয়ে দিতে নুন।

সত্য মিথ্যা বুঝি না আমি সরল ভারি আমার মন

ইচ্ছে করেই জেনে শুনে মিথ্যা বলি অকারন।

সবাই ভাবে ভালো মানুষ এটাই আমার মনোভাব

লসের হিসাব বুঝিনা বাপু সদাই বুঝি নিজের লাভ।