মাগুরায় বিএনপি-জামায়াত-শিবিরের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে শহরের জামরুলতলা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসের বাবলু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান, যুগ্মসাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি জামায়াত-শিবির উন্নয়ন সহ্য করতে না পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধ্বংস ও ৭৫ সালের মতো সরকার উৎখাত করতে ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে কোনো অপশক্তি এ দেশের অগ্রগতি থামাতে পারবে না।
আপনার মতামত লিখুন :