মাদারীপুরে এক স্কুল ছাত্রীকে পেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় দীর্ঘ দিন কারাগারে রবিউল বেপারী। অবশেষে নিজের ভুল বঝতে পারেন তিনি। সিদ্ধান্ত নেন ভুক্তভোগীকে বিয়ে করে ঘরে তুলবেন। সেই মতে আদালতের শরনাপন্ন হলে রেজি:কৃত কাবিনমূলে বিয়ে করার শর্তে জামিন দেন আদালত। জেলা দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা তাকে এ শর্ত সাপেক্ষে জামিন দেন। মুক্তি পেয়েছেন রবিউল বেপারী।
জানা যায়, রবিবার (৩ জানুয়ারী) বিকালে ভুক্তভোগীকে ১০ লাখ দেনমোহর ধার্য করে ম্যারিজ রেজিস্ট্রার নুরুল হক সিকদারের কাছে বিয়ে রেজিস্টার করেন রবিউল বেপারী।
আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের বটতলা এলাকার রবিউল প্রেমের সর্ম্পকের জের ধরে সদর থানার পাচখোলা গ্রামের বাসিন্দা ও মাদারীপুর শহরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে আসামি ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকার করলে গত বছর ২৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন ৯ (১) ধারায় মামলা দায়ের হয়। ওইদিনই রবিউলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় সদর থানার পুলিশ।
আপনার মতামত লিখুন :