মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে


মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন /
মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে ধর্ষণ মামলায় মোজাম্মেল হোসেন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলের দিকে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ইউপি সদস্যকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

আটক মোজাম্মেল আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।

জানা গেছে, এক বিধবা নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন মোজাম্মেল হোসেন। এক পর্যায়ে বিষয়টি গ্রামে জানাজানি হয়ে যায়। পরে ওই বিধবা নারী বিয়ের জন্য মোজাম্মেলকে চাপ দিলে মোজাম্মেল বিয়ে না করে উল্টো নানা টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে গত বুধবার (৩১ জুলাই) রাতে মোজাম্মেলকে ওই বিধবা নারীর ঘরে দেখতে পেয়ে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল করে গ্রামবাসী। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মোজাম্মেলকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ভুক্তভোগী ওই বিধবা নারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ওই মামলায় ইউপি সদস্য মোজাম্মেলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।