রংপুরে অভিযাত্রিক’র শীতের শব্দমালা ও পিঠা উৎসব


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২১, ২:১২ অপরাহ্ন / ৭২১
রংপুরে অভিযাত্রিক’র শীতের শব্দমালা ও পিঠা উৎসব
অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ রংপুর এর ২২০৩ তম সাপ্তাহিক সাহিত্য আসরে শীতের শব্দমালা ও পিঠা উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারী) বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে এ শীতের শব্দমালা ও পিঠা উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়।
অভিযাত্রিক ভারপ্রাপ্ত সভাপতি লেখক লায়ন রানা মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম।
আসরে ছন্দ নিয়ে আলোচনা করেন অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম।
কবিতা পাঠ করেন কবি তৈয়বুর রহমান বাবু, কবি বাশার ইবনে জহুর, উপন্যাসিক সিরাজুন নাহার সাথী, কবি বাদল রহমান, কবি মাসুদ বশীর, কবি মিনার বসুনিয়া, কবি সাব্বির হোসেন, আহমেদ নাফি, আহসান লাবিব, নাফিস সাদিক অর্ক, শাজাহান আলী মিলন, ময়নুল ইসলাম, গল্প বলেন গল্পকার নাহিদা ইয়াসমিন,
ছড়া পাঠ করেন ছড়াকার কামরুজ্জামান দিশারি, শ্যামলী বিনতে আমজাদ, কবিরাজ ইসমাইল মোল্লা, আশরাফুল ইসলাম, ফজলে রাব্বি।
আবৃত্তি করেন মারিয়াম সুবহানা আলম ও কণা।
আসরে শীতের শব্দমালা নিয়ে ছড়া কবিতা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কবি ও ছড়াকার মতিয়ার রহমান এবং কবি জাহিদ হোসেন।
সঞ্চালনা করেন কবি মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন। গান পরিবেশন করেন রফিকুল ইসলাম সাবু।
পরে দেশীয় নানা ধরনের পিঠা নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।