রংপুরে নকল বিড়ি ও ব্যান্ডরোল উদ্ধার : গ্রেফতার ১


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২১, ১:৪৯ অপরাহ্ন / ৭৪৭
রংপুরে নকল বিড়ি ও ব্যান্ডরোল উদ্ধার : গ্রেফতার ১

রংপুরে বিপুল পরিমান নকল বিড়ি ও ব্যন্ডরোলসহ একজনকে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ। এসময় অন্য একজন পাFলিয়ে যায় বলে জানা গেছে। গ্রেফতারকৃত মোঃ বাবুল মিয়াকে (৩৫) রংপুর সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের বকসা এলাকার মৃত মনছুর আলী ছেলে।

পুলিশী অভিযানে পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মোঃ মুকুল মিয়া (৩৮)। সে উদয়নারায়ন মাছহাড়ী এলাকার মৃত করিম উদ্দিনের ছেলে।

হারাগাছ থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৯২ হাজার ১৭২ টাকা।

এ সংক্রান্তে হারাগাছ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫-অ/২৫-অ(ই) মামলা দায়ের করা হয়।