রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ শরিফা বেগম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শরিফা উপজেলার মর্ণেয়া ইউনিয়নের চর মর্ণেয়া গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শরিফা ও তার স্বামী চিহ্নিত মাদক কারবারি। বৃহস্পতিবার বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে শরিফা ও তার স্বামী মর্ণেয়া ইউনিয়নের তিস্তা নদীর মাঝের চর নামক এলাকা থেকে ফেনসিডিল নিয়ে বাড়িতে আসছিল। এ সময় গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার এর নেতৃত্বে এস আই বুলবুল, এরশাদ সঙ্গীয় ফোর্সসহ শরিফাকে ৩৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।। পুলিশের উপস্থিতি টের পেয়ে শরিফার স্বামী রাশেদুল ইসলাম পালিয়ে যায়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, শরিফাকে মাদক আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক রাশেদুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :