লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার (১৭ জানুয়ারী)। এদিন মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাপা সমর্থিতসহ মোট ৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের পৌর নির্বাচন হচ্ছে রামগতিতে।
সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি’র মেয়র প্রার্থী শাহেদ আলী পটু ও ১১টায় আওয়ামী লীগের মেজবাহ উদ্দিন মেজু, দুপুরে জাতীয় পার্টির আলমগীর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলী আব্দুল্ল্যাহ উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় প্রার্থীদের নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীরাও উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হেকমত আলী।
আপনার মতামত লিখুন :