লক্ষ্মীপুরে শহীদ জিয়া ছাত্র পরিষদের কমিটি ঘোষনা


সংবাদদাতা, লক্ষ্মীপুর প্রকাশের সময় : জুন ২৩, ২০২১, ১২:০০ অপরাহ্ন / ৪৫৬
লক্ষ্মীপুরে শহীদ জিয়া ছাত্র পরিষদের কমিটি ঘোষনা

লক্ষ্মীপুরে শহীদ জিয়া ছাত্র পরিষদ জেলা কমিটির আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

সোমবার (২১ শে) জুন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম রানা ও ভারপ্রাপ্ত সাধারন শাওন মাহমুদ জিসানের সাক্ষরিত একটি প্যাডে এই কমিটি ঘোষনা করা হয়।

ঘোষিত কমিটিতে মোহাম্মদ আবুল হাসিমকে আহ্বায়ক ও মোঃ আওলাদ হোসেনকে সদস্য সচিব করা হয়।

এছাড়া যুগ্ম আহবায়ক করা হয়- লোকমান হোসেন জয়, মোঃ জাবেদ হোসেন, ফারাবি হোসেন ইমন, আফসার আলী অপু,

মোঃ আব্দুর রহমান সজিব, মোঃ আবদুল খালেদ রনি, মোঃ সোহেল রানা, ফারাবি খান জিকু, মোঃ হাসান, শামীম মাতুব্বর,

রাসেল মাহমুদ সরদার শুভ, চাঁদ মনি মোহন ও আলী আজগর প্রমুখ।

সদস্য করা হয়েছে, আজাদ উদ্দিন, ইকরাম হোসেন ফাহাদ,নাহিদুল আলম ইমন, মোঃ রাকিব হোসেন, মোঃ শামীম প্রমুখ।