লালমনিরহাটে স্বাধীন ওয়াইফাই এর উদ্বোধন


সংবাদদাতা, লালমনিরহাট প্রকাশের সময় : মার্চ ৬, ২০২১, ৯:৪৯ পূর্বাহ্ন / ৬৯৬
লালমনিরহাটে স্বাধীন ওয়াইফাই এর উদ্বোধন

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের চামড়াপট্টিতে স্বাধীন ওয়াইফাই এর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৪মার্চ) বিকাল ৪টায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু (সাবেক এমপি), মোবারক হোসেন, মমিনুল হক, মোশাররফ হোসেন রানা, আনোয়ার হোসেন, জিয়াউল হক পাটোয়ারী, আহসান হাবিব পাটোয়ারী, আব্দুস সালাম, সাইদুল ইসলাম ও গোলাম রাব্বানী প্রমুখ।

স্বাধীন ওয়াইফাই এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট ছাড়া কিছুই কল্পনা করা যায় না। ইন্টারনেট ছাড়া মোবাইলফোনকে ৫০% অকার্যকর হিসেবে ধরা হয়। শতভাগ হিসেবে বিবেচনা করা হলে মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট থাকা জরুরী। এই প্রথম লালমনিরহাটে আমরাই স্বাধীন ওয়াইফাই নিয়ে এসেছি যাতে করে গ্রাম ও শহরের সকল মানুষ এর সুবিধা গ্রহন করতে পারেন।

তিনি আরও বলেন, সকল শিক্ষার্থীরা সল্প খরচে ওয়াইফাই ব্যবহার করে তথ্য প্রযুক্তির সকল সুবিধা গ্রহন করতে পারেন।