ভোলার লালমোহনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন অফিসের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু হাসনাইন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা জানান, একবিঘা জমির অনুকূলে প্রত্যেক কৃষককে এসব বীজ-সার সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে বীজ ও সার পাবে ২ হাজার ২শত কৃষক। সার পাবে ৪হাজার ৫শত জন কৃষক। এসকল বীজ ও সার দিয়ে দুই হাজার ২শত ১১ একর জমি চাষ করা যাবে। ফসলের মধ্যে রয়েছে হাইব্রীড উফসি ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম, মুগ ডাল, খেসারি ডাল, মশুর ডাল, ফেলন ডাল ও শীতকালীন পেঁয়াজ।
তিনি আরো জানান, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬হাজার ৭শত কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :