শরনখোলায় ১৯টি হরিণের চামড়াসহ আটক-২


সাব্বির হোসেন, শরনখোলা (বাগেরহাট) প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২১, ১২:৩৭ অপরাহ্ন / ১৭০
শরনখোলায় ১৯টি হরিণের চামড়াসহ আটক-২

বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ১৯টি হরিণের চামড়াসহ আটক দুই ব্যক্তি। শনিবার (২৩ জানুয়ারি) ভোর রাতে উপজেলার রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৯ টি হরিণের চামড়া সহ মনির ও ইলিয়াস নামের দুই জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

বাগেরহাট ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর বাসস্ট্যান্ডে বাস ড্রাইভার মনিরের বাসায় অভিযান চালিয়ে ১৯ টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেন। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী রাজৈর গ্রামের মতি কাজির পুত্র চামড়া পাচারকারী ইলিয়াসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বাগেরহাট নিয়ে যায়।

এ ব্যপারে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হবে বলে এসআই ইকবাল জানিয়েছেন।