সাতকানিয়ায় কৃষকলীগ নেতা প্যানেল চেয়ারম্যান : জনমনে ক্ষোভ


নিজস্ব প্রতিবেদক, অধিকার কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৯:০০ অপরাহ্ন /
সাতকানিয়ায় কৃষকলীগ নেতা প্যানেল চেয়ারম্যান : জনমনে ক্ষোভ

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে রাজপথে সশস্ত্র অবস্থান নেওয়া আওয়ামী লীগের এক দোসরকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, পরিবর্তিত সময়ে আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মা কিভাবে জনপ্রতিনিধির পদ দখলে নেয়!

জানাযায়, সম্প্রতি উপজেলার কালিয়াইশ ইউপি’র প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ও ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আকতার হোসেন মিঠুকে। তার বিরুদ্ধে ৪আগস্ট স্থানীয় কেরানীহাটে হক টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। ওই অবস্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ঢালু ও সাধারণ সম্পাদক নুর হোসাইন, কালিয়াইশ ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলালুর রহমানও অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন।

কালিয়াইশ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্যসচিব আসহাব উদ্দিন ভূইঁয়া বলেন, এবিষয়ে আমি কিছুই জানি না।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবুল বশর সিদ্দিকী বলেন, উপজেলা প্রশাসন আমাদের কোন মতামত না নিয়েই আওয়ামী দোসর মিঠুকে প্যানেল চেয়ারম্যান করেছে।

ইউনিয়ন এলডিপি’র সভাপতি হোসেন উদ্দিন ভুট্টো বলেন, মিঠু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে ক্যাডারের ভূমিকায় ছিল। অবিলম্বে তার অপসারণ চাই।

তবে, আকতার হোসেন মিঠু বলেন, কমিটিতে তারা আমার নাম দিলেও আমি কখনো মিটিংয়ে যাইনি।

এবিষয়ে জানতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।