রংপুরের হারাগাছে হত্যা মামলার প্রধান আসামীসহ ১১ জনকে গ্রেফতার করেছে আরপিএমপি থানা পুলিশ। রোববার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে হারাগাছ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, হত্যা মামলার আসামি জাহিদুল ইসলাম, যৌতুক মামলায় অভিযুক্ত লাভলু মিয়া, নকল ব্যান্ডরোল মামলায় অভিযুক্ত শফিকুল ইসলাম, মাইদুল ইসলাম, মারপিটের মামলায় অভিযুক্ত আব্দুল মতিন, ফজলে বারী ও মহুবুর রহমান, চুরি মামলায় মিলন মিয়া এবং জুয়া খেলার অপরাধে আনিসুর রহমান, মোসাদ্দেক আলী ও রেজাউল ইসলাম।
হারাগাছ থানা ওসি রেজাউল করিম জানান, সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলা ও নকল ব্যান্ডরোল যুক্ত মাছুম বিড়ি পরিবহনকারীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের পৃথক পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply