আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর তৃতীয় সভা আইআইইউসি’র বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ জুন) দুপুর দুইটায় বোর্ড অব ট্রাস্টিজ সভাপতি ও সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বায়তুশ শরফ পীর আল্লামা মুহাম্মদ আব্দুল হাই নদভী, সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, ড.
মো. ফসিউল আলম, মিসেস রিজিয়া রেজা চৌধুরী, মিয়া মুহাম্মদ ইসমাঈল মানিক, প্রফেসর ড. মুহাম্মদ সালেহ জহুর,
প্রফেসর মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, মোহাম্মদ মাহবুব উল আলম, প্রফেসর ড. মো. সিরাজুল করিম, খালেদ মাহমুদ,
আ.ম ম টিপু সুলতান, মিসেস জামান আরা বেগম, মুহাম্মদ বদিউল আলম, প্রো-ভিসি প্রফেসর ড. মছরুরুল মওলা,
ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিষ্ট্রার অধ্যাপক শফিউর রহমান, ট্রান্সপোর্ট ও সিকিউরিটিজ
ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান ড. মাহী উদ্দিন, একাউন্স ফাইন্যান্স ডিভিশন ভারপ্রাপ্ত পরিচালক আফজাল আহমদ প্রমুখ।
সভায় ২০২১-২২ এর বাজেট পাস, ২৩৮ তম সিন্ডিকেট সভার কার্য বিবরণীসহ বিভিন্ন কমিটির সুপারিশ সমূহ অনুমোদন করা হয়।
সভার শুরুতে আইআইইউসি’র প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী।
বিওটি’র চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, মরহুম প্রফেসর মোহাম্মদ আলী প্রখরমেধা,
অত্যন্ত নীতিবান, মার্জিত রুচিবোধ সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তাঁর সাথে অনেক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছি।
আইআইইউসি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বায়তুশ শরফের মরহুম পীর সাহেব আল্লামা শাহ মুহাম্মদ আবদুল জব্বার (রাহ.) এর নামে একটি আবাসিক হল নির্মাণে বিওটি’র সর্ব সম্মত সিদ্ধান্ত হয়।
এছাড়া তুর্কী সরকারের অর্থায়নে কুমিরা ক্যাম্পাসে আইআইইউসি স্কুল এন্ড কলেজ বিল্ডিং নির্মাণ করা হবে।
Leave a Reply