চুয়াডাঙ্গা পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে।
পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক ৭১ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার টাকার প্রস্তাবিত পেশ করেন।
বুধবার (১৬ জুন) বেলা ১২টায় পৌরসভার সভাকক্ষে এ বাজেট পেশ করা হয়।
সভায় পৌর সচিব কাজী শরিফুল ইসলাম বলেন, পৌরসভার নিজস্ব আয়, সরকারি ও দাতা সংস্থার বরাদ্দ দিয়ে প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়ন করা হবে।
সভায় পৌর মেয়র বলেন, চুয়াডাঙ্গা পৌরবাসীর সহযোগিতা পেলে বর্তমান পরিষদ সুচারুভাবে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করতে পারবে।
বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, প্যানেল মেয়র সুলতান আরা রত্না,
সচিব কাজী শরিফুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস।
সভায় পৌর কাউন্সিলর, টিএলসিসি সদস্য ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত দেন।