Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৬ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ (শরৎকাল) ৩২.৯৬°সে

নতুন সেনা প্রধানের দায়িত্বভার গ্রহণ

বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি দায়িত্বভার গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) তিনি পূর্বতন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি,

বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, পিএইচডি এর নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ

করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে “গার্ড অব অনার’ প্রদান করে।

সেখানে তিনি একটি গাছের চারা রোপন করেন।

এর আগে সকালে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধানকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান ‘জেনারেল’ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ওরা লকডাউন দেখতে বের হয়েছে!
ড. হোছামুদ্দিন মানবধিকার কমিশনের সমন্বয়কারী
ইউপি নির্বাচন স্থগিত : প্রজ্ঞাপন জারি
মহসীন আলীর ইন্তেকালে শ্রমিক কল্যাণের শোক
লকডাউনে মাঠে থাকবে পুলিশ-বিজিবি-সেনাবাহিনী
রাজধানীতে ইসলামী শ্রমিক আন্দোলনের মানববন্ধন

আরও খবর

Design & Developed BY jphostbd