গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নাজিম উদ্দীন নয়ন (১৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ জানান, শুক্রবার (৪ জুন) সন্ধা সাড়ে ৬ টার দিকে রংপুর-ঢাকা জাতীয় মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচলনার সময় আগমন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ নাজিমুদ্দিন নয়নকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত নাজিম উদ্দীন নয়ন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার কেকরার ধিয়ার গ্রামের রাজু সরকারের ছেলে।
তিনি আরো জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু হয়েছে।
Leave a Reply