দিনাজপুরের বিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা “অনূর্ধ্ব-১৭”বালক বালিকা টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১মে) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ খেলা অনুষ্টিত হয়।
খেলায় বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন বনাম মকুন্দপুর ইউনিয়নের মধ্যকার ফাইনাল অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতা হয়।
নির্বারিত সময়ে কোন প্রতিযোগি দল গোল করতে না পারায় সময় শেষে ট্রাইব্রেকারের সিদ্ধান্ত হয়। ট্রাইব্রেকারে কাটলাকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট-২০২১ এর চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে মকুন্দপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্ব পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, কাটলা ইউপি চেয়ারম্যান নাজির উদ্দিন, মকুন্দপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন।
একাডেমিক সুপার ভাইজার আঃ সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান,
কালেরকন্ঠ বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সা.সম্পাদক মাসুদ রানাসহ অনেকে উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনায় ছিলেন রেফারী ভোলানাথ সরকার ও সহযোগী রেফারী হেলাল ও মুক্তি খান।
ধারাভাষ্যে ছিলেন আসাদুজ্জামান আসাদ।
Leave a Reply