1. admin@odhikarkantho.com : admin :
বিরামপুরে শাক বেচতে যাওয়া হলোনা মজিবরের  - odhikarkantho
বুধবার, ১৬ জুন ২০২১, ১১:১৯ অপরাহ্ন

বিরামপুরে শাক বেচতে যাওয়া হলোনা মজিবরের 

আব্দুর রউফ সোহেল, বিরামপুর (দিনাজপুর)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজের জমি থেকে পুঁইশাক নিয়ে বাজারে বেচতে যাচ্ছিলেন মজিবর রহমান (৬৫)। গ্রামের সড়ক থেকে উঠছিলেন মহাসড়কে। হঠাৎ দ্রুতগামী একটি যান তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে ঘটনাটি ঘটে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে।
মজিবর রহমান উপজেলার চকবসন্ত ননকুড়া গ্রামের ফহিম উদ্দিনের ছেলে।
বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস বর্মণ বলেন, নিজ জমি থেকে পুঁইশাক নিয়ে ভারে করে বাজারে বেচতে যাচ্ছিলেন মজিবর রহমান নামের এক ব্যক্তি। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর মোড়ে মহাসড়কে ওঠার সময় কোনো এক যান তাঁকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা তাঁর ক্ষতবিক্ষত লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
তবে ঘটনায় জড়িত যানটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020-2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD