ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার সফরসঙ্গী আমির উদ্দিন ফয়েজ (চালক), আব্দুল মুকিত ও ফিরোজের সন্ধানের দাবিতে রংপুরে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে সচেতন রংপুরবাসী।
মানববন্ধনে বক্তারা নিখোঁজ ইসলামী বক্তাদের সন্ধান দিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।
মানববন্ধনে বিভাগীয় কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশন ও নিপীড়নের বিরুদ্ধে রংপুর সংগঠন একাত্মতা প্রকাশ করে।
মানবন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হানিফ খান সজিব।
বক্তব্য রাখেন বন্ধু ইমরান, ফয়সাল, ইয়াসির আরাফাত, আহমেদ বাবু, জামান, ফাহিম ও অ্যাডভোকেট রায়হান কবীর।
Leave a Reply