আল্লামা শফী হত্যা মামলায় বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ


সংবাদদাতা, চট্টগ্রাম প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২১, ১:০২ অপরাহ্ন / ৪১৬
আল্লামা শফী হত্যা মামলায় বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ

হেফাজতে ইসলামের সাবেক আমীর মরহুম আল্লামা আহমদ শফীকে হত্যা করা হয়েছে মর্মে করা মামলার তদন্তে প্রথমবারের মতো চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে পিবিআই কর্মকর্তারা হাটহাজারী মাদরাসায় পৌছান।

পিবিআই চট্টগ্রামের পুলিশ পরিদর্শক (প্রশাসন) কাজী এনায়েত কবীর জানান, মামলার দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মত মামলার তদন্ত কর্মকর্তাসহ পিবিআই কর্মকর্তারা হাটহাজারী মাদরাসায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হেফাজতে ইসলামের বর্তমান আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন তারা।

তবে জিজ্ঞাসাবাদের কোন তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করেনি পিবিআই।

এ প্রসঙ্গে পরিদর্শক (প্রশাসন) কাজী এনায়েত কবীর বলেন, তদন্তের স্বার্থে আপাতত কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে যথা সময়ে সবকিছু জানতে পারবেন।