কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশ বুধবার (১৭ ফেব্রুয়ারী) ভোর রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরওয়ানাভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে।
জানাযায়, কুতুবদিয়া থানার এসআই রায়হান উদ্দিন, এসআই সানা উল্লাহ্, এসআই জাকির হোসেন, এসআই মকবুল হোসেন, এএসআই কাজী আবু কাউছার, এএসআই আমান উল্লাহ, এএসআই আব্দুর রশিদ থানা পুলিশের একটি চৌকষ টিম নিয়ে থানার উত্তর ধূরুং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামি আকবর বলী পাড়ার মফিজ উল্লাহর ছেলে নূর হোসেন (৩৭) ও রমিজ (৩৫), ওয়াইজ্যার পাড়ারমৃত বদিউল আলমের ছেলে নেজাম উদ্দিন ও পিতা- ৪।জয়নাল আবেদীনের ছেলে রুবেলকে গ্রেফতার করা হয়।
কুতুবদিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানায় সংশ্লিষ্ঠ সূত্র।
আপনার মতামত লিখুন :