কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ থেকে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী আজিজুল হক জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগের মৃত কবিরের ছেলে।
সোমবার (২১ জুন ) গভীর রাতে তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয়।
ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ আব্দুল হালিমের নির্দেশে এসআই মো: রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সিআর ৯৫১/১৮, সাজা ওয়ারেন্ট ৪
মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩,৫০,০০০/- টাকা অথদন্ড রয়েছে আসামি আজিজুল হকের বিরুদ্ধে।
Leave a Reply