ঠাকুরগাঁওয়ে ইটভাটায় মোবাইল কোর্ট : জরিমানা
মিজানুর রহমান, ঠাকুরগাঁও
প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২১, ২:৫১ অপরাহ্ন /
৫৭২
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়ন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে ইট তৈরি, পরিবেশ দূষণের অভিযোগে কে এম বি ব্রিক নামের ইটভাটার মালিক মোশারুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৪ জানুয়ারী) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বন ও পরিবেশ বিভাগের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ষ্টেশন মাষ্টার মফিদার রহমান প্রমুখ।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় শতাধিক ইট ভাটা থাকলেও বৈধ কাগজপত্র রয়েছে ৩-৪টির।
বড়দেশ^রী এলাকার আরিফুর রহমান বলেন, বৈধ কাগজ না থাকলেও জেলা প্রশাসনকে ম্যানেজ করে এই সব ইট ভাটার মালিক দিব্যি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
একই কথা বলেন মেহেদী আহাসানুল্লাহ, মিজানুর রহমান, রফিকুল ইসলামসহ অনেকে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী জানান, ইটভাটা আইন ভঙ্গ করে কয়লার পরিবর্তে কাঠ পুড়ানোর অপরাধে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এই অঙ্গীকার ভঙ্গ করলে ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন জানান।
আপনার মতামত লিখুন :