ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটক-১
সংবাদদাতা, ঠাকুরগাঁও
প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ন /
২৩২
ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও নগদ টাকাসহ এক মাদক কারবারীকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
রবিবার (২৪ জানুয়ারি) রাত ১১ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় সিনিয়য় সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল ও অফিসার ইনচার্জ এর তত্বাবধানে লেহেম্বা ইউনিয়নে পুলিশের একটি দল অভিযান চালায়।
আটক মাদক কারবারী উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মো: করিমুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, আটক মাদক কারবারীর বাড়ি থেকে ১৬ পিস ইয়াবা বড়ি, ৮০ গ্রাম গাঁজা, ২ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের ১০৪৮০ টাকা উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল মাদকদ্রব্য সহ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :