ঠাকুরগাঁও জেলা আ.লীগ অফিসে বোমা বিস্ফোরণ


সংবাদদাতা, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন / ৬০৭
ঠাকুরগাঁও জেলা আ.লীগ অফিসে বোমা বিস্ফোরণ

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুইটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে গভীর রাতে এক নির্বাচনী অফিসে আগুনও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বোমা নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

গেল ভোররাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আর্ট গ্যালারি এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পেয়ে জেলা আওয়ামী লীগ অফিস এবং শহরের আর্ট গ্যালারি এলাকায় পুড়িয়ে দেওয়া নৌকা প্রতীকের অফিস পরির্দশন করা হয়েছে।

এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।