ঠাকুরগাঁও পৌরসভা ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা


সংবাদদাতা, ঠাকুরগাঁও প্রকাশের সময় : জুন ৩০, ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ন / ৪৬৮
ঠাকুরগাঁও পৌরসভা ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা

ঠাকুরগাঁও পৌরসভা আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৫ কোটি ২৯ লাখ ২৫ হাজার তিনশত উনত্রিশ টাকার বাজেট ঘোষণা করেছে।

রাজস্ব আয়কে গুরুত্ব দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়েছে বলে সাংবাদিকদের জানান পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।

বুধবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সভা কক্ষে সাংবাদিকদের সাথে বাজেট বিষয়ে মতবিনিময় করেন পৌর মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সুদাম সরকার, সচিব রাশেদুর রহমান, কাউন্সিলর নজরুল ইসলাম, দ্রৌপতিদেবী আগারওয়ালাসহ অন্যান্য কাউন্সিলর এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, সকলের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে ঠাকুরগাঁও পৌরসভাকে

একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

২০২১-২০২২ অর্থ বছরের বাজেট বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।