সাতকানিয়া ডলুব্রীজ থেকে সরাসরি চট্টগ্রাম শহরের সিনেমা প্যালেস পর্যন্ত এস.আলম সার্ভিস এর উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবুরেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
শনিবার (৯ জানুয়ারি) দুপুর সাতকানিয়া আলিয়া মাদরাসা মাঠ সংলগ্নে আনুষ্ঠানিক ভাবে কাউন্টার উদ্বোধনের মধ্যদিয়ে এস আলম পরিবহনে সাতকানিয়া থেকে চট্টগ্রাম ও ঢাকাসহ সারাদেশে যাওয়ার সুযোগ পেল সাতকানিয়াবাসী।
উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, এস.আলম সার্ভিসের জিএম মো. আবেদ খাঁন, সাতকানিয়া পৌর কমিশনার একেএম মোরশেদ, পৌর আওয়ামিলীগ নেতা রুবেল রাজ, সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ন আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী, হারেজ মোহাম্মদ, সাতকানিয়া পৌরসভা যুবলীগ সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, সাংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহেদ, কমিশনার মোহাম্মদ আলী, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, আব্দুর রহিম জয়, কায়সার হামিদ অভি, কচির আহমদ কায়সার, মুহাম্মদ আলমগীর, এবিএম সোহেল, মুহাম্মদ রাসেল, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, পৌরসভার ছাত্রলীগের আহবায়ক মুহাম্মদ ইদ্রিচ, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম, বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আল-হারুন সায়দী প্রমূখ।
আপনার মতামত লিখুন :