নীলফামারীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী পরশমনি উচচ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন পরশমনি সতীর্থ ফোরাম (পিএসএফ) ২০১৫ এর উদ্যোগে ১৯৬৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত পরশমনি স্মৃতি ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলা শনিবার (৩০ জানুয়ারী) বিকেল ৩ ঘটিকায় পলাশবাড়ী পরশমনি উচচ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় ২০১৮ ব্যাাচকে ৩-২ গোলে হারিয়ে চাম্পিয়ান হয় ২০১১ ব্যাাচ।
খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ স্বাধীনতা পুরুস্কার প্রাপ্ত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদ্দুজামান নুর।
বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ।
উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, আওয়ামীলীগ নীলফামারী সদর উপজেলা সভাপতি আবুজার রহমান, সাধারন সম্পাদক ওয়াদুত রহমান, নীলফামারী পৌর আওয়ামীলীগ সভাপতি আরিফ হোসেন মুন, সদর উপজেলা চেয়ারম্যান হাচান মাহমুদ, আওয়ামীলীগ নীলফামারী সাধারন সম্পাদক মমতাজুল হক, পলাশবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগ পলাশবাড়ী ইউনিয়ন সভাপতি মমতাজ আলী প্রামাণিক, পরশমনি সতীর্থ ফোরাম সভাপতি ও আওয়ামীলীগ পলাশবাড়ি ইউনিয়ন সাধারন সম্পাদক বাবু শান্তি পদ রায়, পলাশবাড়ী পরশমনি উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান হামিদুল ইসলাম।
খেলা শেষে অতিথিগণ বিজয়ী দলকে ট্রফি তুলে দেন। পুরুস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :