পীরগাছায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা : আটক-১


রিয়াজুল হক সাগর, রংপুর প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২১, ২:৩৫ অপরাহ্ন / ২০৫
পীরগাছায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা : আটক-১

রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে শালিস বৈঠক শেষে আব্দুল কাদের প্রামানিক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া নেছাব উদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের প্রামানিক (৬৬) ওই গ্রামের মৃত জামাল উদ্দিন প্রামানিকের ছেলে।

এ ঘটনায় পীরগাছা থানা পুলিশ সাইদুল ইসলাম নামে এক জনকে আটক করেছে।

নিহতের ছেলে গফুর বাদশা ও পুলিশ সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত বাজেদ ক্বারীর ছেলে বাহাদুর মিয়ার সাথে তার প্রতিবেশি চাচা আব্দুল কাদের প্রামানিকের জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা চলছিল। ওই মামলাগুলোতে বাহাদুর মিয়া বার বার হেরে যাওয়ার পর শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় গাবুড়া নেছাব উদ্দিন বাজারে ইউপি সদস্য আব্দুর রশিদ মিয়া একটি সালিশী বৈঠকের আয়োজন করেন। বৈঠকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হলে বৈঠকটি পন্ড হয়ে যায়।

এদিকে ঘটনার পর পরই বাহাদুর মিয়া তার দলবল নিয়ে আব্দুল কাদের প্রামানিকের বাড়িতে হামলা চালায়।

এসময় তাদের এলোপাতাড়ি মারপিটে আব্দুল কাদের প্রামানিক গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে সাইদুল ইসলামকে আটক করে।

পীরগাছা থানার ওসি (তদন্ত) দেবাশীষ কুমার রায় বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।