দিনাজপুর জেলার বিরামপুরের সোহেল রানা বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় ও আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন-২০২১ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।
সেনা সদস্য মোঃ সোহেল রানার বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ম্যারাথনে দেশি-বিদেশি খ্যাতনামা দৌড়বিদরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় মরক্কো, কেনিয়া, ইথিওপিয়া, ইউক্রেন, ফ্রান্স, বাহরাইন, বেলারুশ, লেসোথো, ভারত, নেপাল ও মালদ্বীপের প্রায় ২০০ এবং বাংলাদেশের ১৬৫ অ্যাথলেট অংশ নেন। ২১.৯৭ কিলোমিটার হাফ ম্যারাথনে মোঃ সোহেল রানা প্রথম স্থান অর্জন করেছেন। পুরস্কার হিসাবে পেয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা।
আপনার মতামত লিখুন :