বিশ্ব বেতার দিবস : কক্সবাজারে র‌্যালী ও আলোচনা সভা


মো রেজাউল করিম, ঈদগাঁও(কক্সবাজার) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ন / ৫২৭
বিশ্ব বেতার দিবস :  কক্সবাজারে র‌্যালী ও আলোচনা সভা
“নতুন বিশ্ব, নতুন বেতার” এ প্রতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বিশ্ব বেতার দিবস।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দিবসটি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। যা কক্সবাজার বেতার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে বেতারের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বেতারের আঞ্চলিক পরিচালক মো.আমানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু তালেব, উপ-আঞ্চলিক প্রকৌশলী মো. রাশেদুল আজম সিকদার, উপ-আঞ্চলিক পরিচালক সমীর চন্দ্র বিশ্বাস ও সহকারি বার্তা নিয়ন্ত্রক (সংযুক্তিতে) শামীমা নাসরিন শমি বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চারনার ছিলেন সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো. সুলতান আহমদ।
মো. আমানুর রহমান খান বলেন, বেতারের মূল প্রাণ হচ্ছে শিল্পী, উপস্থাপক এবং কলাকুশলীরা। এরাই বেতারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবাই মিলে বেতারকে এগিয়ে নিতে হবে।
“প্রাকৃতিক দুর্যোগের সময় যখন বিদ্যুৎ থাকে না, তখন বিপদগ্রস্ত মানুষ বাঁচার দিকনির্দেশনা পায় বেতার থেকে। বেতার শুধু মানুষের জীবন বাঁচায় না, আঞ্চলিক শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশে অবদান রাখছে, যোগ করেন তিনি।
তিনি আরো বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সচেতন করতে কক্সবাজার বেতার নানা অনুষ্ঠান প্রচার করে আসছে। স্থানীয় শিল্প- সংস্কৃতির বিকাশে নিরন্তর কাজ করে যাচ্ছে কক্সবাজার বেতার।
উপস্থিত ছিলেন বেতারের বার্তা বিভাগের অনুবাদক মাঈনুদ্দিন হাসান শাহেদ, আজাদ মনসুর, জেলা সংবাদদাতা মোঃ রেজাউল করিম, সংগীত সংকলক মুসলেহ উদ্দিন, বেতারের ইমাম নূর হোসাইন, কম্পিউটার অপারেটর ফাহাদ শাকিব, সংবাদ সাপোর্ট শিল্পী শাইলা সবি, ইতি, অফিস সহায়ক জ্যোতি মল্লিক বাবু, ওমর প্রমুখ।