ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নির্বাচনে নৌকার নিরঙ্কুশ জয় হয়েছে। দৈনিক যুগান্তরের বোয়ালমারী প্রতিনিধি ৭নং ওযার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা সেলিম রেজা (লিপন মিয়া) ৮ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। বড় ধরনের কোন অঘটন ছাড়ায় নির্বাচন শেষ হয়।
মোট ৯ কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রে ফলাফল পাওয়া যায়। ১টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
৮টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রতিক নিয়ে সাংবাদিক সেলিম রেজা(লিপন মিয়া) পেয়েছেন ৯ হাজার ২৩৯ ও বিএনপির সমর্থিত আ. শুকুর শেখ ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ২৫৮৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিক নিয়ে পেয়েছেন ৩৮৮৮ ভোট।
প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী সাংবাদিক সেলিম রেজা (লিপন মিয়া ) ২৭৬৪ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে বিপ্লব মিয়া ৬৭৫, ২নং ওয়ার্ডে জমির আলী শেখ ১ হাজার ৮৩, ৩নং ওয়ার্ডে আজিজুল হক ১৪শ’ ৮২, ৪নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর হোসেন ১২শ’ ৮৬, ৫ নং ওয়ার্ডে মিজানুর রহমান ৭৯৭, ৬নং ওয়ার্ডে সামাদ খান ৯শ ৭২, ৭নং ওয়ার্ডে মো. মমিন খান ১১শ’১, ৮নং ওয়ার্ডে রুহুল আমিন মৃধা ৬শ’ ৫১।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১নং ওয়ার্ডে সৈয়দ মাসুদা আক্তার রুমা ২৬শ’৫২, ২নং ওয়ার্ডে হোসনেয়ারা হেনা ২৩শ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আপনার মতামত লিখুন :