যশোরে কৃষি প্রযুক্তি ও সেবা প্রদর্শনী উদ্বোধন


সংবাদদাতা, যশোর প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২১, ২:৪৯ অপরাহ্ন / ৬৫১
যশোরে কৃষি প্রযুক্তি ও সেবা প্রদর্শনী উদ্বোধন

যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে শুরু হয়েছে সবুজ টেকসই ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ও সেবার উপর ৩ দিনের প্রদর্শনী।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জানুয়ারী) পার্কের ক্যাফেটেরিয়া ভবনে কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ, স্থানীয় সরকার পল্লী ও সমবায় সেক্টরের সফলতা, দুর্বলতা প্রতিবন্ধকতা ও সম্ভাবনার দিক নিয়ে গোলটেবিল পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র রায়, চৌগাছা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিসুর রহমান, নাসিব যশোরের সভাপতি সাকির আলী প্রমুখ।

পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে বিভিন্ন পণ্যের স্টল ঘুরে ঘুরে দেখেন।

এর আগে ঢাকা থেকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভার্চুয়ালী প্রর্দশনীর উদ্বোধন করেন। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।