নড়াইলে আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র বিতরণ


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : মে ৫, ২০২৪, ৩:২৪ অপরাহ্ন /
নড়াইলে আইসিটি সরঞ্জাম ও আসবাবপত্র বিতরণ

নড়াইলে শিক্ষার মানোন্নয়ন ও মানব উন্নয়নে প্রযুক্তির প্রয়োগ নিশ্চিতকরণে পিছিয়ে পড়া ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সরঞ্জাম, আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (০৫ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সরঞ্জাম বিতরণ করা হয়।

স্মার্ট নড়াইল কর্নার স্থাপন উদ্যোগের অংশ হিসেবে নড়াইল সদর উপজেলায় ৫ টি, লোহাগড়া উপজেলায় ৪টি ও কালিয়া উপজেলায় ৪ টি সহ মোট ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি ল্যাপটপ, ১ টি প্রজেক্টর, ১টি পোর্টেবল প্রজেকশন স্ক্রিন, ১টি বুক শেলফ ও ৬টি ভিজিটর চেয়ার হস্তান্তর করা হয়েছে।

উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি এলজি) জুলিয়া সুকায়না, মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।

এ সময় বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ আইসিটি সরঞ্জাম, আসবাবপত্র গ্রহণ করেন।