রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী প্যানেলের ১৫ জন জয়ী হয়েছেন।
বুধবার (৩০ জুন) সকাল থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে নির্বাচন। নির্বাচনের ফলাফল রাত ২টার পর ঘোষণা করা হয়।
নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটির ১৫ জনই আওয়ামী লীগের জয়ী হয়েছেন। কার্যকরী সদস্য পদে বিএনপি’র দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। মোট ৩৩৬ জন ভোটারের মধ্যে ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুর রউফ।
আওয়ামী লীগ প্যানেলের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিক নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ প্যানেলের অন্যরা হচ্ছেন সহ-সভাপতি জহিরুল আলম, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া,
কোষাধ্যক্ষ আকতার হোসেন জুয়েল, বার ভবন সম্পাদক মোস্তফা জামান, লাইব্রেরি সম্পাদক রুহুল আমিন তালুকদার,
ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু সুফিয়ান হিরু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত কুমার।
কার্যকরী সদস্য ফজলুল হক ফাহিম, গোলাম মওলা চৌধুরী, রাশেদুল ইসলাম রাসেল, মাহমুদুল ইসলাম রানা, আহসানুল হাবীব মিলন, মীর আশরাফুল ইসলাম লানজু ও
বিএনপি প্যানেল থেকে নির্বাচিত কার্যকরী সদস্য এ এস এম মাহমুদুল ইসলাম সেলিম ও ফাতেমা আখতার কণা।
আপনার মতামত লিখুন :