কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রাজারহাট মডেল প্রেসক্লাব এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ জুন) দুপুর ১টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রাজারহাট মডেল প্রেসক্লাব উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।
উদ্বোধন শেষে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে নব গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল হাকিম সবুজ ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকবর আলী সরকার।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য ও জেলা যুবলীগ আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, রাজারহাট
থানা অফিসার ইনচার্জ রাজু সরকার, জেলা আওয়ামীলীগ সদস্য আব্দুস সালাম চাষী ও আবুনুর মোঃআখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুস সালাম,
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নাল তালুকদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি রোকন উদ্দিন, ইউনিয়ন
যুবলীগ সভাপতি নজরুল বসুনিয়া, উপদেষ্টা অজয় কুমার সরকার, সদর ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক, জেলার
সাংবাদিক মোল্লা হারুন, লতিফ মির্জা সহ রাজারহাট মডেল প্রেসক্লাব সদস্যবৃন্দ।
এর আগে দৈনিক ভোরের দর্পণ উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম সবুজকে সভাপতি ও দৈনিক সকাল-বিকাল
প্রতিনিধি রেজাউল করিমকে সাধারন সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি ইব্রাহিম আলম সবুজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন রাজারহাট মডেল প্রেসক্লাব সভাপতি আব্দুল
হাকিম সবুজ।
বক্তারা রাজারহাট মডেল প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিন, নিপীড়িত ও শোষিত মানুষের পাশে দাড়ানোর
প্রত্যাশা ব্যক্ত করেন এবং পাশাপাশি সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড জনসাধারনের মাঝে তুলে ধরার আহবান জানান।
আপনার মতামত লিখুন :