চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ফ্রিজে পচাঁ খাবার রাখা, অতিরিক্ত বিল আদায়, কাপড়ের রং দিয়ে পাউরুটি, বিস্কুট, কেক এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকার দায়ে টাইম ক্যাফে রেস্টুরেন্ট, আনন্দ ফার্নিচার, সানি বেকারি নামের ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার।
ওই সময় ৩টি প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৩ জুন) সকালে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের এডি
এবং উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরোয়ার কামাল এ অভিযান চালায়।
উপজেলার সিকদার দোকান ও ঠাকুরদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, মেয়াদ উর্ত্তীণ, পণ্যের গায়ে মূল্য
তারিখ না থাকার কারণে ৩টি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে
বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :