ভুল চিকিৎসায় নারীর মৃত্যু: ভুয়া ডাক্তার পলাতক


কক্সবাজার প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন /
ভুল চিকিৎসায় নারীর মৃত্যু: ভুয়া ডাক্তার পলাতক

কক্সবাজারের পেকুয়ায় ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় আয়েশা বেগম নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ডাক্তার পালিয়ে গেছেন।

নিহত আয়েশা বেগম (২৩) উপজেলার টইটং ইউনিয়নের ছনখোলা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, বুধবার (০৬ মার্চ) আয়েশার জ্বর এবং মাথাব্যথা শুরু হলে পরিবারের লোকজন স্থানীয় ধনিয়াকাটা স্টেশনের বিকে শীল হিরুর চেম্বারে নিয়ে যান। এ সময় তিনি রোগীকে একটি স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে রোগীর অবস্থার অবনতি হয়। অবস্থা দেখে তিনি চেম্বার থেকে পালিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে রোগীর স্বজনরা আয়েশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আয়েশার স্বামী হেলাল উদ্দিন জানান, ডাক্তার বিকে শীল হিরু একটি স্যালাইন ও একটি ইনজেকশন পুশ করেন। এর ২ ঘণ্টা পর তার স্ত্রী মারা যান।

স্থানীয়রা জানান, ডাক্তার বিকে শীল হিরু দীর্ঘদিন ধরে ভুল চিকিৎসা দিয়ে আসছে। এর আগেও তার চেম্বারে এসে অনেকেই ভুল চিকিৎসার শিকার হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিকে শীল হিরুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দীন মাজেদ চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।