মহেশখালীতে পাহাড় কাটার দায়ে জরিমানা


সংবাদদাতা, মহেশখালী (কক্সবাজার) প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২১, ১২:১১ অপরাহ্ন / ৪১৮
মহেশখালীতে পাহাড় কাটার দায়ে জরিমানা

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়া পাহাড় কাটার দায়ে বাইতুল্লাহ নামের একজন ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি এক্সকাভেটর জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ মার্চ)  বিকাল ৫ টার সময় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহফুজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

জানা যায়, উপজেলার ছোট মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় এক্সকাভেটর দিয়ে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ওই এলাকায় যান। কিন্তু তিনি পৌঁছানোর আগেই তার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত অনেকে পালিয়ে যান। পরে একজনকে আটক করে জরিমানা করা হয়।

ইউএনও মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অবৈধভাবে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।