শ্রীমঙ্গলে ৮৯ কিলোমিটার বেগে কালবোশেখী ঝড়


আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৪, ১০:০৭ অপরাহ্ন /
শ্রীমঙ্গলে ৮৯ কিলোমিটার বেগে কালবোশেখী ঝড়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিয়ে ৮৯ কিলোমিটার বেগে কালবোশেখী ঝড় বয়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুৎ লাইনের ওপরও গাছপালা ভেঙে পড়েছে। এ  সময় বৃষ্টির সাথে কিছু শিলাবৃষ্টিও হয়েছে। ঝড়ের সময় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। বিদ্যুতের তার ছিড়ে পড়েছে। সারা উপজেলায় বিদ্যুৎ ব্যবস্হা লণ্ডভণ্ড হয়ে পড়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, রবিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঝড়ো হাওয়া শুরু হয়। সেই সাথে শুরু হয় হালকা শিলা বৃষ্টি। প্রায় ১৫ মিনিট স্হায়ী ঝড়ে গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ৪৮ নটিক্যাল মাইল অর্থাৎ ৮৮.৯৫৩৬ কিলোমিটার। বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৭.৮ মিলিমিটার।
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান জানান, উপজেলার বিভিন্ন স্হানে বিদ্যুৎ লাইনের ওপর গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুৎ লাইনের ওপর থেকে গাছ অপসারন করতে বিদ্যুৎ কর্মীরা মাঠে কাজ করছে। তিনি জানান, বিদ্যুৎ চালু করতে বিলম্ব হবে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু তাহের জানান, তারা ভেঙে পরা গাছ সরাতে কাজ করছেন।
শ্রীমঙ্গলের বণ্যপ্রানী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যপ্রাণী বিভাগের কর্মীরা গাছ অপসারন কাজ শুরু করেছে।