রাঙামাটি জেলা প্রশাসনের ঈদ প্রস্তুতি


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৪, ১:০১ পূর্বাহ্ন /
রাঙামাটি জেলা প্রশাসনের ঈদ প্রস্তুতি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, ‌পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রশাসনিক সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার প্রতিটি মসজিদ ছাড়া আলাদা ছয়টি বিশেষ ঈদগাহ করা হয়েছে। যেখানে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম নামাজে জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পবিত্র এ দিনটি যাতে ধর্ম বর্ণ নির্বিশেষ সকল সম্প্রদায় যাতে আনন্দের সাথে মেতে উঠতে পারে সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ টহল থাকবে।