রেকর্ড তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি চুয়াডাঙ্গায়


মোঃ মিজানুল হক, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : মে ৭, ২০২৪, ৩:৩২ অপরাহ্ন /
রেকর্ড তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গায় রেকর্ড তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে।
সোমবার (০৬ মে) বিকেল ৪টা থেকে  বজ্রবৃষ্টি শুরু হয়।
এ সময় জেলাজুড়ে দমকা হাওয়া বয়ে যায়। একটানা ২৫ দিন তাপপ্রবাহের পর বৃষ্টি ও শীতল বাতাসের কারণে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপরই সেখানে দমকা বাতাসসহ বৃষ্টি হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ২৫ দিন ধরে এ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা এখনও অব্যাহত রয়েছে। বেশ কয়েক দিন দেশের এবং এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। সোমবার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ শতাংশ। তাপমাত্রা কিছুটা বেড়ে বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫২ শতাংশ।
তিনি জানান, বিকাল সাড়ে ৩টার পর বজ্রসহ শিলাবৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যায়। চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত এ জেলায় বৃষ্টিপাত হবে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছে।