শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়নে কৃষক প্রশিক্ষণ


আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪, ২:৫৫ অপরাহ্ন /
শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়নে কৃষক প্রশিক্ষণ
মৌলভীবাজার শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নন গ্রুপ ভিত্তিক ১ দিনের কৃষক প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনব্যাপি উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উচ্চ মুল্যের ফসল আবাদ ও বিভিন্ন খরিপ ফসল উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে এ প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মহিউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মতিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের উপ-পরিচালক মো. সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
প্রশিক্ষনে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ৬০ জন কৃষান-কৃষানী অংশগ্রহন করেন।