সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৮:১১ অপরাহ্ন /
সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ”নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”।

এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক কর্মকর্তা কার্যালয়।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, আনন্দ ও সিপ এনজিও কর্মকর্তা কুষিবিদ এমএ আব্দুস কুদ্দুস।

এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আনন্দ ও সিপ গার্লস এন্ড ওমেন সেন্টারের উদ্যোগে পূর্ব বাকখালী গ্রামে রচনা প্রতিযোগীতা, পিলু পাসিং প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, কুইজ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে আনন্দ ও সিপ গার্লস এন্ড ওমেন সেন্টারের সভাপতি সুলতানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী।

আনন্দ এনজিও ট্রেনিং অফিসার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেম্বার সাহাব উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন একবারে সম্ভব নয়। পুরুষের পাশাপাশি নারী উন্নয়নের সমসুযোগ দিতে হবে। তবেই দেশ উন্নতি লাভ করবে।